যারা নতুন আউটসোর্চিং শুরু করতে চাইছেন অথবা যারা আউটসোর্চিংয়ে সফলতা পাচ্ছেন না তাদের জন্য আজকের লেখা।
১) এফিলিয়েট মার্কেটিং/নিচ বেইজ সাইট তৈরি।
২) ওয়েবসাইট ডেপলাভম্যান্ট/ডিজাইন
৩) ইকোমার্স ব্যবসা
৪) ড্রপশিপিং ব্যবসা
৫) সফটওয়ার ডেপলাভম্যান্ট
৬) ইউটিউব মার্কেটিং
৭) এসএমএম( সোসিয়াল মিডিয়া মার্কেটিং)
৮) ডোমেইন হোস্টিং কেনা বেচা
৯) এসইউ
১০) গেস্ট ব্লগিং ওয়েব সাইট তৈরী।
দেখুন অনলাইনে টাকা ইনকাম করা যায় এটা ১০০০০...% সত্য তবে কষ্ট করতে হবে প্রথম দিকে। কারণ বিবিধরকম অনলাইনের ইনকাম আপনাকে আগে শিখে নিতে হবে আপনি কি হতে চান। যেমন ধরেন আপনি বাস্তব জীবনের কথায় ধরেন, আমরা সচরারচর ডাক্টার, ইঞ্জিনিয়ার,রাজনীতিবিধ, ইতিহাসবিধ হওয়ার জন্য পড়ালেখা করি। আপনার লক্ষ্যই যদি হয় ইঞ্জিনিয়ার হওয়ার আপনাকে তো ইতিহাস পড়লে হবেনা। হইতো প্রয়োজন মাফিক কিছু ইতিহাস পড়তে হবে কিন্ত বেশি পড়তে হবে ইঞ্জিনিয়ার বিষয়ে। কাজেই এখন আপনি নিজেই ভাবেন আপনি যদি এখন এফিলিয়েট মার্কেটার হতে চান তবে আপনাকে ওয়েব ডিজাইন শিখে সময় নষ্ট করে লাভ নেই। আপনি কি শিখবেন আজকে নিজেই সিদ্ধান্ত নিয়ে নিন আমি নিচে ১০ টি উপায় আমার সাধ্যমতন তুলে ধরলামঃ
১) এফিলিয়েট মার্কেটিং/নিচ বেইজ সাইট তৈরি।
২) ওয়েবসাইট ডেপলাভম্যান্ট/ডিজাইন
৩) ইকোমার্স ব্যবসা
৪) ড্রপশিপিং ব্যবসা
৫) সফটওয়ার ডেপলাভম্যান্ট
৬) ইউটিউব মার্কেটিং
৭) এসএমএম( সোসিয়াল মিডিয়া মার্কেটিং)
৮) ডোমেইন হোস্টিং কেনা বেচা
৯) এসইউ
১০) গেস্ট ব্লগিং ওয়েব সাইট তৈরী।
এছাড়াও অনেক উপায় আছে হইতো এই মুহূর্তে মনে পড়তেছেনা। আশাকরি আপনাদের এই কয়েকটা কথা সহায়ক হিসেবে কাজ করবে। তবে একটা কথা মনে রাখবেন কথার চেয়ে কাজ বেশি করবেন এবং ধৈর্যবান হতে হবে কারণ ধৈর্য্যই হলো সব সফলতার মূল মন্ত্র। আপনাদের আউটসোর্চিং যাত্রা, শুভ হোক আপনাদের প্রিয় আউটসোর্চিং ভ্রমন আর কিছু জানতে চাইলে কমেন্ট করে জনাতে পারেন।
আরো জানতে এই লিংকে চলে যেতে পারে।
goood
ReplyDeleteThanks Muhammad M Khan and you can share this to newbie who are interested about freelancing.
DeleteYou can connect with obscure individuals and after that make companions with them. newsletter design
ReplyDelete