অনলাইনের টাকা আয় করার আগে যা যা করে নিতে হয়।
অনলাইনের পরিধি ব্যপক এবং দিনের পর দিন বেড়েই চলেছে। তাই এই বিষয়টা নিয়ে বর্তমানে বাংলাদেশে খুব বেশি আলোচনা এবং আগ্রহ দেখা যায়। এটা ঠিক যে ঘরে বসে অনলাইনে টাকা আয় করা যায়। অনলাইলে টাকা আয় করার জন্য অনেক কিছুই শিখতে হয় জানতে হয় আমাদের তার মধ্য একটি হলো ইনকামের টাকা ঘরে নিয়ে আসা। বিদেশীরা আমাদের বাংলা টাকা ব্যবহার করেন না তারা ব্যবহার করেন ডলার। তাই ডলার ইনকাম করতে হলে আমাদের প্রথমে জেনে নিতে হবে প্যমেন্ট কিভাবে পাবো সেই বিষয়ে ।
ইনকামের ডলার ঘরে নিয়ে আসার জন্য অনেক ধরনের সিস্টেম আছে যেমনঃ পারফেক্ট মানি, বিটকয়েন,পাইজা,পাওনিয়ার ইত্যাদি । বাংলাদেশে যেমন বিকাশ,ডাচ বাংলা ব্যাংক যেমন তেমনি পারফেক্ট মানি,পাইজা ও সেরকম তবে বিকাশ শুধুমাত্র বাংলাদেশে সাপোর্ট করে কিন্ত পারফেক্ট মানি পুরো বিশ্বে সাপোর্ট করে।
নিচে এসব একাউন্ট কিভাবে করতে হবে সেসব ভিডিও আকারে দেয়া হলো
পারফেক্ট মানি একাউন্ট করতে এই ভিডিওটি দেখুন
পাইজা একাউন্ট করতে এই ভিডিওটি দেখুন
No comments:
Post a Comment